else স্টেটমেন্ট

else এর বাংলা অর্থ ‘অথবা’। যখন অনেক গুলা শর্ত থেকে কোনটাই সত্য হবে না তখন ‘অথবা’ এর অধীনে কাজটি হয়। একটি উদাহরন দেওয়া যাক। মনেকরুন,আপনারা কয়েকজন মিলে আপনার দুই বন্ধুর বাসায় যাচ্ছেন। তাদের সাথে দেখা হলে কি করবেন তা নিচের মত ঠিক করলেনঃ
যদি শান্ত বাসায় থাকে তাহলে আমরা সবাই মিলে ফুটবল খেলব
অথবা যদি রবিনের কাছে ভাল মুভি থাকে তাহলে মুভি দেখব
অথবা ফিরে আসব।বাসায় গিয়ে যদি দেখেন শান্ত আছে তাহলে বাকি শর্ত গুলার কথা বাদ দিয়ে ফুটবল খেলতে চলে যাবেন।
যদি শান্ত না থাকে তাহলে দেখবেন রবিনের কাছে ভাল মুভি আছে কিনা, যদি থাকে তাহলে
ভুমি দেখবেন।এখন মনে করুন শান্ত বাসায় নাই এবং রবিনের কাছে ভাল মুভি নাই, তাহলে বাসায় ফিরে আসবেন। তার মানে সব গুলা শর্ত যখন মিথ্যা হচ্ছে তখন অথবা এর অধীনে থাকা কাজটি হচ্ছে। ঠিক একই ভাবে if এবং else if এর অধীনে থাকা শর্ত গুলা মিথ্যা হলে else এর নিচের স্টেটমেন্ট এক্সিকিউট হবে। নিচের প্রোগ্রামটি দেখুনঃ

output

inside else


Next Previous