Freelancing in Bangladesh

যারা upwork এ একাউন্ট সাসপেন্ড হবার পর হতাশায় freelancing ছেড়ে দিয়েছেন অথবা যারা নতুন করে একাউন্ট খুলে কাজ শুরু করতে চান অথবা যারা মনে করেন upwork ছাড়া আর কোন ভাল প্লাটফর্ম নাই – এই লেখাটা তাদের জন্য।আমি ধারাবাহিক ভাবে আলোচনা করে যাব, আপনার  অবস্থান অনুযায়ী সঠিক সিদ্ধান্ত 
নিয়ে নতুন উদ্দমে কাজ শুরু করার দিক নির্দেশনা থাকবে।

PeoplePerHour (pph)

যারা নতুন করে ফ্রিলেন্সিং শুরু করবেন অথবা upwork এ একাউন্ট সাসপেন্ড হবার পর বিকল্প একটি প্লাটফর্ম খুজছেন তাদের জন্য এটি একটি চমৎকার প্লাটফর্ম। প্রোগ্রামার, ডিজাইনার, আর্টিকেল রাইটার সবার জন্য প্রতি মিনিটে অনেক নতুন কাজ পোষ্ট করা হয় এই সাইটে। তবে প্রোগ্রামার এবং ডিজাইনারদের জন্য বেশি ভাল একটি প্লাটফর্ম। এই সাইটে একাউন্ট খুলার পর সর্বোচ্চ ১ সাপ্তাহের মত সময় নেয় আপনার একাউন্টটি approve করতে। চলুন দেখা যাক কিভাবে আপনার প্রোফাইলটি তৈরি করবেন। বুঝার সুবিদার্থে আমার প্রোফাইলের ডাটা গুলো শেয়ার করব। শুরুতে এই PeoplePerHour লিংকে ক্লিক করে নতুন একাউন্ট খুলুন। নিচের নির্দেশ গুলো দেখে নিতে পারেনঃ

  • First Name এবং Last Name এর জায়গায় আপনার সার্টিফিকেটে যেই নাম আছে সেটি ব্যবহার করুন। ডাক নাম বা কোন ভাবার্থক নাম দিবেন না।
  • JOB TITLE: আপনি যেই কাজে দক্ষ সেটা যেন আপনার প্রোফাইলের টাইটেল থেকে বুঝা যায়। যেমনঃ আপনি যদি front end এবং web designing এ দক্ষ হয়ে থাকেন তাহলে নিচের মত একটি টাইটেল দিতে পারেন – ‘UI/UX, PSD to HTML Expert’ আবার আপনি যদি web development এবং wordpress এ দক্ষ হন তাহলে টাইটেল টা হতে পারে – ‘Web Developer | Expert in wordpress’. অর্থাৎ টাইটেল দেখে আপনার সম্পর্কে ধারনা নেওয়া যায় এমনভাবে টাইটেলটা লিখুন। টাইটেলে অতিরিক্ত কিছু লিখতে যাবেন না শুধু মাত্র কীওয়ার্ডগুলি নিয়ে টাইটেল তৈরি করুন।
  • COVER IMAGE(RECOMMENDED): width = 1600px এবং Height = 500px এর একটি কভার পিকচার উপলোড করুন। canvas size 1600 by 500 রেখে ছবিটা কে একটু ছোট করে রাখুন যেন চারপাশে একটু ফাঁকা স্পেস থাকে। বুজার সুবিদার্থে নিজের কভার ছবিটা শেয়ার করলামঃ
COVER IMAGE

আপনি ছবি সাবমিট করার পর broken image এর পাশে undefined- লেখা দেখলে চিন্তিত হবেন না। এটা সিস্টেম এর সমস্যা।

  • PROFILE PICTURE(RECOMMENDED): হাসোজ্জল একটি প্রোফাইল পিকচার নির্বাচন করুন।
  • Per Hour Rate: আপনার মত সেট করুন। তবে কম সেট করলে আপনার কাজ পাওয়ার সম্ভবনা বাড়বে এরকম ভাববেন না। আপনার যোগ্যতা অনুযায়ী, যেরকম হতে হয় সেরকম ই সেট করবেন।
  • About you: এই অংশটা খুবই গুরুত্বপূর্ন, এই অংশে শুরুতে ভূমিকা টাইপের একটি বাক্য লিখে নিজের skill গুলা তুলে ধরতে হবে, তারপর আপনি কি কি টুল, সফটওয়্যার ব্যবহার করেন তা যোগ করুন, তারপর আপনার availability এবং সবশেষে আপনাকে যেন hire করে এমন একটা মেসেজ দিয়ে দিন। আমার নিজের টা উদাহরণস্বরুপ শেয়ার করলামঃ

Hey there,
You are welcome to my profile. Let a quick turnover about
my experience, skills and services in the following descriptive sections.

SKILL:
I am full stack develover and love to design clean, professional, modern website
as well as scaleable back-end wiht complex business logic.

FRONT-END Skill set

  • HTML5
  • CSS3
  • Javascript, jQuery
  • Twitter Bootstrap, Font Awesome, Material design.

BACK-END Skill set

  • PHP
  • MySQL
  • AJAX
  • WordPress (theme and plugin developement from scratch and customization, bug fixing)
  • C# (Desktop Application)
  • ASP.NET

TOOLS I USE

  • Atom & Sublime Text as primary IDE. I also use Netbeans, Bracket, Visual Studio for C# and ASP.NET project.
  • Github & Bitbucket.
  • Adobe Photoshop and Aodbe XD.
  • Trello & Bitrix24 to manage project.
  • Skype, Email, Hangouts for communication.

EXPERIENCE:

  • 1 Year experience in C programming.
  • 1 Year experience in C++ from where I start to dig into deep with OOP.
  • 5+ Year experience in Web programming. In this time being I gather extensive knowlesge on PHP, Mysql, HTML, CSS, WordPress dealing lot of project.

OTHERS SKILL:
SEO, Page Speed Optimization.

SPECIALITY:

  • I am writer of two programming books. One is on C programming and another one is C++.
  • I have a blog site for sharing my knowledge on Programming: www.codingpractise.com

AVAILABILITY (Based on UTC+ 6 ):

  • Preferable at: Monday to Sunday (10 am to 10 pm )
  • I am flexible with time frame based on requirement.

I will be happy to include me in such projects which requires the skill set you read so far. Would you like to proceed? We are one message away!

হুবুহু আমার টা কপি করবেন না, কপি করলে সমস্যা হতে পারে। এখান থেকে শুধু মাত্র ধারনা নিয়ে আপনি নিজে লেখেন।

  • YOUR PROFILE SKILLS: এ আপনি যা কিছু জানেন এবং আপনার প্রোফাইলটি যে রকম সেই টাইপের স্কিল গুলো যোগ করুন। মনেকরুন, আপনি একজন ওয়েব ডেভলপার হিসাবে একাউন্ট খুলবেন। এখন আপনি যদি Microsoft Office কে স্কিল হিসাবে যোগ করেন তাহলে ব্যাপারটা ভাল দেখায় না। Microsoft Office এ দক্ষতাকে ছোট করে দেখছি না, আপনি যদি Personal Assistant, Article Writer হিসাবে একাউন্ট খুলেন সেক্ষেত্রে এটাকে স্কিল হিসাবে লিখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।
  • Language Skills: এ English, Bengli সেট করুন।
  • INDUSTRY EXPERTISE(MAX 5): এ আপনার প্রোফাইলের সাথে যায় এমন অপশন গুলো নির্বাচন করুন। যেমনঃ Full-Stack Developer | WordPress Expert হিসাবে আমি IT, SOFTWARE, TECHNOLOGY এই তিনটা কে নির্বাচন করেছি।
  • PORTFOLIO(OPTIONAL): ইতিমধ্যে আপনি কোন কাজ করে থাকলে সেটাকে এই অংশে রাখুন। যেমনঃ আমি psd to html এর একটা প্রোজেক্ট কে zip করে upload করেছি।
  • LOCATION (CITY): আপনার অবস্থান অনুযায়ী সেট করুন।
  • NOTIFY ME ABOUT: REMOTE WORK ONLY  নির্বাচন করুন।

আপনার কাজ শেষ, আরও একটি কাজ করতে পারলে খুবই ভাল হয়, সেটি হলঃ আপনার প্রোফাইলের ডেশবোর্ডে পরীক্ষা দেওয়ার একটি অপশন আছে। সেখান থেকে Readiness Test নামে একটি টেস্ট আছে, সেটি দিয়ে দিন। ১ সাপ্তাহের মাঝে আপনার প্রোফাইল approve হয়ে যাবে আশা করা যায়।

আপনি যতবার আপনার প্রোফাইল আপডেট করবেন ততবার ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। তবে এ ব্যাপারে একদম ভয় পাবার কোন কারন নাই, যত খুশি তত আপডেট করতে পারেন, ভেরিফিকেশনে খুব বেশি সময় নেয় না। আপনার যখনই মনে হবে আপনার প্রোফাইলে নতুন কিছু যোগ করা দরকার অথবা পরিবর্তন করা দরকার সাথে সাথেই তা করুন। প্রোফাইল যত ভাল দেখাবে আপনার কাজ পাবার সম্ভাবনাও তত বেশি হবে।

Golance

এটি আরেকটি চমৎকার প্লাটফর্ম। Golance এখানে ক্লিক করে নতুন একাউন্ট খুলে নিন। PeoplePerHour এর মত সব তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করুন। এখানে অতিরিক্ত কিছু তথ্য দিতে হয়। যেমনঃ Employment History তে আপনি ইতিমধ্যে যেসব কম্পানিতে কাজ করেছেন সেই তথ্য দিবেন। একাদিক কম্পানি তে কাজের অভিজ্ঞতা দিতে + চিহ্নে ক্লিক করে যোগ করে নিন। video তে আপনার নিজের সম্পর্কে একটি ভিডিও বানিয়ে youtube এ আপলোড দিয়ে সেটার লিংক সেট করে দিন [এটা না করলেও সমস্যা নাই, তবে করলে ভালভাবে করতে হবে, কিভাবে একটা চমৎকার ভিডিও বানাবেন সেটা নিয়ে অন্য একদিন পোষ্ট দিব, আপনি সে পর্যন্ত অপেক্ষা করতে পারেন 🙂 ]। সব ঠিক মত পূরন করে থাকলে আপনার একাউন্টটি সাথে সাথে approve হয়ে যাবে।

freelancer

এটি আরেকটি চমৎকার প্লাটফর্ম, প্রতি মিনিটে গড়ে ৩০-৪০ টি জব পোষ্ট হয়।
PeoplePerHour এর মত সব তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করুন।

upwork

একটা সময় এই প্লাটফর্মটা অনেক নমনীয় ছিল, নিয়ম কানুনের দিক দিয়ে। কিন্তু এখন এই প্লাটফর্মে প্রোফাইল ভেরিফাই করা খুবই কঠিন ব্যাপার। প্রোফাইল ভেরিফাই করতে নিচের নিয়মগুলো অনুসুরণ করুনঃ

১. প্রোফাইলের সাধারন তথ্য গুলো দেওয়ার সাথে সাথে Educational Background , Employment History (যদি থাকে) এরকম যত তথ্য আছে সব দিয়ে আপনার প্রোফাইল পূরন করুন।

২. কিছু টেস্ট আছে সেগুলো দিয়ে দিন। Upwork readiness Test টা অবশ্যই দিবেন। এই টেস্ট টা দেওয়ার আগে একটু গুগলিং করে দেখে নিন এই টেস্টের উত্তর গুলো।

সব ঠিক মত পূরন করা হলে এবং টেস্ট দেওয়া হলে আপনি এখন অপেক্ষা করতে হবে। upwork আপনার প্রোফাইল approve করলে আপনি নটিফিকেশন পাবেন। যেকারনে আপনার প্রোফাইল সাসপেন্ড হতে পারেঃ

  • প্রতিটা জব এ এপ্লাই করতে এপ্লিকেশনটা ভালভাবে লিখুন। আপনি একটি নির্দিষ্ট সংখ্যক জবে এপ্লাই করার পর যদি জব না পান তাহলে আপনার একাউন্ড সাসপেন্ড হতে পারে।
  • ২৪ মাসে আপনি ৩ জন ভিন্ন Client এর কাজ করতে হবে সাথে ভাল feedback থাকতে হবে।
  • আপনি যখন Inactive থাকবেন তখন আপনার প্রোফাইলটি In active করে রাখুন। না হলে ২৪ মাসের শর্তটা আপনার জন্য চেলেঞ্জিং হয়ে যাবে। মনে করুন, আপনি প্রথম ১২ মাসে ২ টা ভিন্ন Client এর কাজ করে, ব্যস্ত হয়ে গেছেন। আপনি আবার ১১ মাস পর অর্থাৎ শুরু থেকে ২৩ মাস পর আবার শুরু করলেন, এখন আপনার হাতে সময় আছে ১ মাস আরেকটি জব নিতেই হবে এবং নতুন client এর। কিন্তু আপনি ১২ মাস পর যখন ব্যস্ত হয়ে গেলেন তার আগে যদি প্রোফাইলটা কে inactive করে রাখতেন তাহলে ১১ মাস পর শুরু করলেও আপনার হাতে ১২ মাস সময় ই থাকত।

যারা নতুন তাদের জন্য upwork ভাল কোন প্লাটফর্ম বলে আমার মনে হয়।

কিছু পরামর্শঃ

কোন ধরনের অসৎ পথ বেছে নিবেন না। যেমনঃ

  • একই প্লাটফর্মে একাধিক একাউন্ট খুলবেন না, তবে আপনার বিভিন্ন প্লাটফর্মে একাউন্ট খুলতে পারেন। একটু বুঝিয়ে বলি, আপনি Golance এবং PeoplePerHour এই দুই প্লাটফর্মে দুইটি একাউন্ট খুলতে পারেন। কিন্তু
    Golance এ আপনি নিজেই দুইটা ইমেইল দিয়ে দুইটা একাউন্ট খুলতে পারেন না। প্লাটফর্ম গুলোর সিস্টেম ভিন্ন ইমেল হলে ভিন্ন ব্যক্তি বুঝলেও যখন দুইটা একাউন্টের তথ্য মিলে যাবে যেকোন সময় আপনাকে সাসপেন্ড করবে।
  • যেই কাজ পারবেন না সেই কাজে এপ্লাই করবেন না। কারন কাজ পাবার পর করতে না পারলে Client যদি আপনার কাজে খুশি না হয় এবং খারাপ feedback দেয় তাহলে আপনার একাউন্টাই সাসপেন্ড হয়ে যাবে।
  • অনেক সময় আপনি ঠিক মত কাজ জমা দেওয়ার পরও খারাপ feedback পেতে পারেন, সেক্ষেত্রে refund করে দিবেন। এক্ষত্রে খারাপ মানে কেমন খারাপ সেটা ভেবে refund করবনে। খুব বেশি খারাপ না হলে refund না করলেও সমস্যা নাই।
  • কখনও Client কে মেসেজে ভাল feedback দেওয়ার অনুরোধ করবেন না।

সবশেষে

আমার জ্ঞানের পরিধি অনুযায়ী জানানোর চেষ্টা করলাম। কিছু মিস করে থাকলে কমেন্টে জানালে উপকৃত হব। কোন ভুল ধরিয়ে দিলেও আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। সবার জন্য শুভকামনা।