কিভাবে Windows 7,8,10 এ ফাইল এক্সটেনশন দেখাবেন।  

 
ডট এক্সটেশন হলঃ একটি ফাইল কি টাইপের সেটা প্রকাশ করে। যেমনঃ অডিও ফাইলের শেষে .mp3 থাকে, ইমেজ টাইপের ফাইলের শেষে .png, .jpeg, .gif ইত্যাদি থাকে। এভাবে প্রতিটি ফাইলেরই একটা এক্সটেশন থাকে। আজকে আমরা একটা ‘New Text Document’ ফাইল  ওপেন করে দেখব কিভাবে ফাইল নামের শেষে এক্সটেনশন দেখাতে হয়। 

আপনার কম্পিউটারের যেকোন একটা জায়গায় গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন, তারপর সেখান থেকেNew সিলেক্ট করলে আপনি আরও অনেক গুলো অপশন দেখতে পাবেন, সেখান থেকে Text Document এ ক্লিক করুনঃ

open text document
Text Document ওপেন করার উপায়

Text Document এ ক্লিক করার পর আপনি নিচের মত একটি Text Document দেখতে পাবেনঃ

Text Document
Text Document

লক্ষ্যকরুন, Text Document টি ওপেন হবার সাথে সাথে ফাইলের নামটি সম্পূর্ন সিলেক্ট হয়ে আছে। এখানে ‘New Text Document’ নামের শেষে কোন ডট এক্সটেশন নাই। নামের শেষে কোন এক্সটেশন দেখা যাচ্ছে না কেন? আগে আপনাকে এক্সটেশন টি দেখানোর ব্যবস্থা করতে হবে। এক্সটেশন দেখানোর জন্য নিচের ধাপ অনুসরন করুনঃ

ধাপ ১ঃ This PC অথবা My Computer এ ক্লিক করুন। তারপর উপরে বাম পাশে View অপশনটি সিলেক্ট করুন তারপর অনেক গুলো অপশন দেখতে পাবেন। 

show file extension

সেখান থেকে Options এ ক্লিক করলে একটি বক্স ওপেন হবে। এখন View সিলেক্ট করে ‘Hide extensions for known file types’ লেখাটির পাশের চেক বক্সের টিক মার্কটি উঠিয়ে দিন এবং সব শেষে Apply বাটনে ক্লিক করুন। 

উপরের ধাপ গুলো ঠিক মত শেষ করলে আপনি যেকোন ফাইল এর এক্সটেশন টা দেখতে পাবেন।  আমার কম্পিউটারে দেখতে পাচ্ছিঃ

আগে

পরে