কিছু বিশেষ বর্ণ
ইতিমধ্যে আপনি জানেন printf() ফাংশনের ভিতরে ডাবল ইনভার্টেট কমা দিয়ে কিছু লিখলে সেই লেখাটি আউটপুট স্ক্রিনে ভেসে উঠে। কিন্তু ডাবল ইনভার্টেট কমার ভেতরে যেই লেখাটি থাকে সেখানে কোথাও যদি \n থাকে তাহলে \n এর পরের লেখাটি নতুন লাইন থেকে প্রিন্ট হয়। যেমনঃCode Example
OUTPUT
Hello beginner well done
Code Example
OUTPUT
Hello beginner well done