স্টেটমেন্ট কন্ট্রলার

যা স্টেটমেন্ট নিয়ন্ত্রণ করে তাই স্টেটমেন্ট কন্ট্রলার । প্রথম অধ্যায়ে বলেছিলাম- “যে কোন প্রোগ্রাম লিখার জন্য int main() এই ফাংশন টা লিখতে হয়।এরপর যেখান থেকে “{” শুরু হয় তার পর থেকে প্রোগ্রাম টা এক্সিকিউট করা শুরু করে এবং একটি একটি করে লাইন এক্সিকিউট করার পর যেখানে “}”আছে সেখানে টার্মিনেট করবে।লক্ষ্য রাখতে হবে যে int এবং main এর মাঝে যেন কমপক্ষে একটা space থাকে। ***কোন লাইন এক্সিকিউট করা মানে হলো সেই লাইন এর যে কাজ সেই কাজটি করা।” প্রোগ্রাম এক্সিকিউট করার এই যে একটা sequence তা আমরা স্টেটমেন্ট কন্ট্রলার ব্যবহার করে পরিবর্তন করে দিতে পারি। কিছু গুরুত্ব পূর্ণ স্টেটমেন্ট কন্ট্রলার হলো : loop, if, else if, else এবং switch-case.