কম্পিউটার সেট আপ

শুরুতে আপনার কম্পিউটারে একটি কম্পাইলার সেট আপ করতে হবে। সি প্রোগ্রাম করার জন্য যে সব কম্পাইলার ব্যবহৃত হয় সেগুলো হলঃ
  • Code block
  • Dev C++
  • Borland
  • TC(Turbo C)
এই সব কম্পাইলার গুলার মধ্যে code block টা সবচেয়ে চমৎকার একটি কম্পাইলার। নিচের লিংক থেকে code block কম্পাইলার টা ডাউনলোড করে আপনার কম্পিউটারে সেট আপ করে নিন(32 বিট এবং 64 বিট দুইটাতেই কাজ করবে) download code block  এবং gcc configure File কম্পাইলার কিভাবে সেট আপ করবেন এবং কম্পাইলার সেট আপ করার পর কিভাবে কম্পাইলারটা কনফিগার করবেন এবং প্রোগ্রাম লিখে ফলাফল দেখবে্ন সেটা বুঝার জন্য নিচের ভিডিও টা দেখে নিতে পারেন.