ভেরিয়েবল -এর  একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য

একটি ভেরিয়েবল -এ যখন নতুন মান রাখা হয় তখন পুরাতন মানটি মুছে যায়। নিচের প্রোগ্রাম টা রান করুনঃ

Code Example

OUTPUT

Enter value of a : 61
Enter value of a again: 60
Now value of a = 60

লক্ষ্য করুন, এখানে output এ a এর যে মানটি দেখাচ্ছে সেটি হলো দ্বিতীয়বার আপনি কীবোর্ড থেকে যে মানটি ইনপুট দিয়েছেন সে মানটি।তাহলে প্রথমবার ইনপুট দেয়া মানটা কোথায় হারিয়ে গেলর? উত্তরঃ প্রথমবার ইনপুট দেয়া মানটা মুছে গেছে।ভেরিয়েবল হলো পেঞ্চিলে আকা কোন ছবির মত যা যখন খুশি মুছে ফেলে আবার নতুন ছবি আকা যায়।