if স্টেটমেন্ট

if এর বাংলা অর্থঃযদি।এই শব্দটি একটি শর্ত বুঝতে ব্যবহিত হয়,আমরা বাস্তব জীবনে শর্ত ব্যবহার করে যেমন অনেক কাজ করি।প্রোগ্রামিংএ কোন একটি শর্ত সত্য হলে একটি স্টেটমেন্ট এক্সিকিউট হবে এমনটা করতে if ব্যবহার করা হয়।লেখার সিনটেক্সটা হলঃ

Condition টা যদি সত্য হয় তাহলে statement টা এক্সিকিউট হবে।আর condition মিথ্যা হলে এক্সিকিউট হবেনা।
উদাহরণঃ

এখানে 10>5 শর্তটি সত্য তাই condition true লেখাটা প্রিন্ট হবে।আবার

এখানে 10>5 শর্তটা মিথ্যা।তাই condition false লেখাটি প্রিন্ট হবেনা নিচের কোড দুইটি রান করে দেখুনঃ

একটি শর্ত সত্য হলে যদি আপনি একের অধিক statement এক্সিকিউট করতে চান তাহলে অবশ্যই statement গুলোকে ওপেনিং কার্লি ব্রেস ‘{’এবং ক্লোজিং কার্লি ব্রেস ‘}’ এর মাঝে রাখতে হবে।অর্থাৎ সিনটেক্সটা হলঃ

তবে একটি মাত্র statement কেও আপনি ‘{’এবং ‘}’ এর মাঝে রাখতে পারেন এবং একটি হোক আর একটির বেশি হোক সব সময় ‘{’এবং ‘}’এর মাঝে statement লিখাটা ভাল তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনাই থাকেনা।