নতুনদের জন্য css টিউটরিয়াল (css tutorial for beginners)
পরিচিতি
শুরুতে জেনে নেই css আসলে কী? css এর পূর্ণরূপঃ Cascade Style Sheet. যারা এই টিউটরিয়ালটি পড়ছেন আমি ধরে নিচ্ছি তাদের HTML সম্পর্কে ধারনা আছে। যদি না থাকে তাহলে আগে এখানে ক্লিক করে HTML অংশটি শেষ করে আসুন। আরেকটি কথা বলে নেই CSS নিয়ে আলোচনা করতে গেলে HTML এর আলোচনা চলে আসবে, HTML এর উপর ই তো CSS করা হয়। HTML হল একটি ওয়েব সাইটের বেসিক কাঠামো তৈরি করে আর CSS ঐ HTML এর বেসিক কাঠামো টা কে সুন্দর একটি রূপ দেয়। HTML ও CSS এর ব্যাপারটা বুঝানোর জন্য নিচের মত চিত্রায়িত করেছিঃ

শুরুর আগের প্রস্তুতি
কিছুই করতে হবে না। HTML টাইপ করার জন্য যেই IDE এর কথা বলেছিলাম সেটি থাকলে খুব ভাল। না থাকলেও সমস্যা নাই। আশা করি আপনি প্রস্তুত, এর পরবর্তী অংশে নিয়ে আসছি- কিভাবে CSS লিখবেন।