Height and Width in CSS


এই দুইটি CSS property সাধারণত block-level element এর ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যেমন: h6 এর width এবং height আপনি নিচের মতো নির্ধারণ করে নিতে পারেন:

ফলাফল

একটি ব্যাপার লক্ষ্য করুন, background-color:green: দিয়ে height এবং width যে তৈরি হয়েছে সেটি বুঝানো হয়েছে। শুরুতে একটি কথা বলেছিলাম: অবশ্যই block-level element এর উপর height এবং width এই দুইটি CSS প্রয়োগ করা যায়। inline element এর ক্ষেত্রে কাজ করে না। যেমন: <span> ট্যাগটি একটি inline-element, এই element উপর height এবং width কাজ করে।

ফলাফল

সাধারণত div ট্যাগ ব্যবহার করে এবং height, width CSS দিয়ে একটা নির্দিষ্ট আকারের বক্স তৈরি করা হয়।

ফলাফল