anchor tag বা a ট্যাগ

anchor শব্দটির a বর্ন নিয়ে a ট্যাগের নামকরণ করা হয়েছে। anchor শব্দের অর্থ নোঙ্গর। নৌকা বেঁধে রাখার একটি লোহার যন্ত্রকে নোঙ্গর বলে।


নোঙ্গর

নৌকা যেখানেই থাক, বাতাস যেদিকেই বইতে থাক, স্রোত যেদিকেই থাক নৌকা কিন্তু আটকা পড়ে থাকে যেখানে নোঙ্গর আছে সেখানে। একইভাবে anchor ট্যাগ এর মাঝে href নামে একটি এট্রিবিউট থাকে| hyperlink reference এই শব্দ দুটি থেকে যথাক্রমে h এবং ref নিয়ে href তৈরি হয়েছে। এই এট্রিবিউটের মাঝে একটি লিংক থাকে এবং ক্লিক করলে সেই লিংকে ফেরত যায়। নোঙ্গর টেনে নৌকা কে কাছে টানা আর ক্লিক করে কোন একটি নির্দিষ্ট লিংকে যাওয়া- এই দুই কাজের মাঝে যে মিল সেটা বুঝাতেই এই ট্যাগের নাম anchor ট্যাগ।

ফলাফল

এখানে facebook কে বলা anchor text আর www.faceboo.com হলঃ anchor link. facebook লেখাটির উপর ক্লিক করলে www.facebook.com লিংকে চলে যাবে। লিংকটি যদি আপনি নতুন পেইজে ওপেন করতে চান তাহলে

<a>

এর মাঝে target=”_blank” লিখে দিতে হবে।

ফলাফল