Formatting tag

আমরা অনেক সময় একটি লেখাকে বিভিন্নভাবে স্টাইল বা ফরম্যাট করতে চাই। যেমন ইটালিক, বোল্ট ইত্যাদি, আবার মনেকরুন, একটি প্রোডাক্টের মূল ৪০০ থেকে কমে ৩০০ টাকা  হল এবং এই ব্যাপারটাকে আপনি ৪০০  ৩০০ এইভাবে দেখাতে চান, এই রকম যত স্টাইল আপনি করতে চান সেগুলো করার জন্য যত ট্যাগ ব্যবহার করা হয় সবগুলোকে একসাথে Formatting tag বলে। নিচে সবগুলো Formatting tag নিয়ে বিস্তারিত আলোচনা করা হলঃ

b ট্যাগঃ

bold শব্দটির প্রথম বর্ন নিয়ে তৈরি হয়েছে b এই ট্যাগের মাঝে যেই লেখাটি থাকে তা বোল্ট হয়ে যায়।
ফলাফল

strong ট্যাগঃ

strong ট্যাগটি b ট্যাগের মত একটি লেখাকে বোল্ড করতে ব্যবহার করা হয়।
ফলাফল
আচ্ছা, আপনার মনে প্রশ্ন তৈরি হচ্ছে না, কেন  b এবং strong ট্যাগ একই রকম আউটপুট দেওয়ার পরও এই দুইটা ট্যাগ আলাদা করে শেখানো হচ্ছে অথবা কখন কোন ট্যাগ ব্যবহার করব? এরকম প্রশ্ন অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছিল যখন আমি html শুরু করি। কোথাও কোন ভাল উত্তর পাই নাই। এই লেখাটা লেখার আগে অনেক পড়াশুনা করে উত্তরটা সংগ্রহ করেছি। উত্তর টা একটু ব্যাখ্যা করে বলি, অন্ধ মানুষ কিভাবে পড়ে জানেন? তাদের জন্য স্ক্রিন রিডার আছে। স্ক্রিনে যা ভেসে থাকে তা একটা সফটওয়ার পড়ে আর অন্ধ ব্যক্তি শোনে। গুরুত্বপূর্ন কথাগুলো একটু উচ্চস্বরে পড়ে। স্ক্রিন রিডার  strong ট্যাগের মাঝে যা লেখা থাকে সেগুলোকে উচ্চস্বরে পড়ে আর b ট্যাগের মাঝে যা থাকে সেগুলো অন্য শব্দের মতই পড়ে যায়। সাধারনত যেসব কথাগুলোর উপর আমরা জোড় দেই সেগুলো বোল্ড করে দেখানোর চেষ্টা করি, সেই কাজটা করার জন্য b অথবা strong ট্যাগ ব্যবহার করতে পারি। কিন্তু  যখন ওয়েব এ একটি গুরুত্বপূর্ন শব্দ অন্ধ ব্যক্তি কে আলাদা করে শুনাতে চাইবেন সেই শব্দটি strong ট্যাগের মাঝে রাখতে হবে।  অর্থাৎ b ট্যাগ শুধু লেখাকে বোল্ড করে আর  strong ট্যাগ লেখাকে বোল্ড করে সাথে অন্ধ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ন শব্দ হিসাবেও চিহ্নিত করে।

i ট্যাগঃ

italic শব্দের প্রথম বর্ন কে নিয়ে  নামকরন করা হয়েছে i ট্যাগ। লেখাকে ইটালিক করে দেখাতে i ট্যাগ ব্যবহার করা হয়।
ফলাফল

em ট্যাগঃ

emphasis শব্দের প্রথম দুইটি বর্ন কে নিয়ে  নামকরন করা হয়েছে em ট্যাগ। লেখাকে ইটালিক করে দেখাতে em ট্যাগ ব্যবহার করা হয়।
ফলাফল
i এবং em ট্যাগের মাঝে পার্থক্য কি? em ট্যাগের মাঝের লেখা অন্ধ ব্যক্তির কাছে গুরত্বপুর্ণ শব্দ হিসাবে উচ্চস্বরে উচ্চারিত হয় আর i ট্যাগের লেখা অন্য লেখার মত স্বাভাবিকভাবে উচ্চারিত হয়।

small ট্যাগঃ

লেখাকে ছোট করে দেখাতে হবে small ট্যাগ ব্যবহার করা হয়।
ফলাফল

mark ট্যাগঃ

mark ট্যাগ ব্যবহার করে লেখাকে হলুদ কালার দিয়ে মার্ক করা হয়।
ফলাফল

del ট্যাগঃ

delete শব্দ থেকে del ট্যাগ এর নামকরন করা হয়েছে। কোন লেখা আমরা একটানে কেটে দিলে যেমন দেখায়, এরকম দেখাতে এই ট্যাগ ব্যবহার করা হয়।
ফলাফল

ins ট্যাগঃ

insert শব্দ থেকে ins ট্যাগ এর নামকরন করা হয়েছে। এই ট্যাগের মাধ্যমে একটি লেখার নিচে একটি দাগ তৈরি হয়।
ফলাফল

sub ট্যাগঃ

subscript শব্দ থেকে sub ট্যাগের নামকরন করা হয়েছে। subscript হল পাদ বিন্দুতে কোন কছু লেখা। যেমনঃ পানির রাসায়নিক সংকেত লিখতে H এর পাদ বিন্দুতে 2 লেখা হয়। তাই 2 কে sub ট্যাগের এর মাঝে রাখতে হবে।
ফলাফল

sup ট্যাগঃ

superscript শব্দ থেকে sup ট্যাগের নামকরন করা হয়েছে। superscript  হল কোন কছুর উপরে কিছু লেখা। যেমনঃ  অনেক বীজগানিতিক রাশির সূচক বা পাওয়ার উপরে লেখা হয়।
ফলাফল