কিভাবে HTML কোড লিখবেন (How to write HTML code in notepad)

আজকে আমরা দেখব কোথায় HTML কোড লিখব এবং কিভাবে সেটার আউটপুট দেখব। যেই জিনিসটার মাঝে HTML লেখা যায় এবং এডিট করা যায় সেটাকে বলা হয় HTML Editor. আমরা আজকে দুইটা উপায়ে HTML কোড লেখা শিখবঃ

শুরুতে আপনার কম্পিউটারের যেকোন একটা জায়গায় গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন, তারপর সেখান থেকে New সিলেক্ট করলে আপনি আরও অনেক গুলো অপশন দেখতে পাবেন, সেখান থেকে Text Document এ ক্লিক করুনঃ

open text document
Text Document ওপেন করার উপায়

Text Document এ ক্লিক করার পর আপনি নিচের মত একটি Text Document দেখতে পাবেনঃ

text document

লক্ষ্যকরুন, ফাইল নামের শেষে .txt আছে। এটা কে বলে ফাইল এক্সটেনশন। আপনি যদি এই এক্সটেনশন টি দেখতে না পান তাহলে এই লেখাটি পড়ে আসুন এবং ফাইল এক্সটেনশনটি দেখানোর ব্যবস্থা করুন।   এখন উপরের ফাইলটির ভেতরে নিচের HTML কোডটি টাইপ করুনঃ


 
    
   
   
    My First HTML code 
   

টাইপ করা শেষ হলে File->save as এ ক্লিক করুনঃ

HTML কোডটি টাইপ করার পর।
File ->Save As.. ক্লিক করুন। 

 এখন একটি বক্স ওপেন হবে। Save as type এর জায়গায় All Files(*.*) সিলেক্ট করুন এবং File name এর জায়গায় first.html লিখুন এবং Save বাটনে ক্লিক করে ফাইলটি আপনার কম্পিউটারের যেকোন জায়গায় সেভ করুন। আমি ডেস্কটপে সেভ করেছি।

বক্সটি ওপেন হওয়া অবস্থায়।

ফাইল টি সেভ করার আগের অবস্থায়।

যেখানে ফাইলটি সেভ করা হয়েছে সেখান গিয়ে ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করুন।এখন অনেক গুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে Open with এ ক্লিক করলে আরও কিছু অপশন দেখতে পাবেন। এই অপশন গুলো থেকে ‘Google Chrome’ অথবা ‘Internet Explorer’ অথবা ‘Microsoft Edge’  এ ক্লিক করে ফাইল টি ওপেন করুন। 

first.html ফাইল 

first.html ফাইলটি ওপেন করা হচ্ছে।

আপনার প্রথম HTML কোড এর আউটপুট নিচের মত দেখাবে!

HTML কোড এর আউটপুট।