HTML দিয়ে ওয়েব পেইজের কাঠামো তৈরি (HTML Web page Design Example )

এই পর্যন্ত আমরা যা শিখলাম সেগুলো ব্যবহার করে আজকে একটি ওয়েব পেইজ দেখতে কেমন হয় তার একটি বেসিক কাঠামো তৈরি করে ফেলব। একটি ট্যাগ দেখতে কেমন হয় মনে আছে? <start> </start>.  এখানে start এর জায়গায় HTML এর ট্যাগ টা বসিয়ে দিতে হবে। মনে করুন, HTML এর একটি ট্যাগ এর নামঃ আম। তাহলে ট্যাগ টা দাঁড়াবে <আম> </আম>। আম নামে কোন ট্যাগ নাই, নিছক মজা করে ট্যাগ কেমন হয় সেটা আপনার মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। আরও একটি ব্যাপার লক্ষ্য করুন, প্রতিটা ট্যাগ এর ২টি অংশ। যেমনঃ <আম> হচ্ছে প্রথম অংশ, এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। আবার </আম> হচ্ছে দ্বিতীয় অংশ। এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। একটি ওয়েব পেইজের একেবারে বেসিক কাঠামো তৈরি হয় ৩টি ট্যাগ নিয়ে। ট্যাগ তিনটি হচ্ছেঃ html ট্যাগ, <head> ট্যাগ এবং  body ট্যাগ।  head ট্যাগ এবং body ট্যাগ টাকে html ট্যাগ এর ভেতরে লিখতে হয়। এই তিনটা ট্যাগের সাথে আরও একটি লাইন একেবারে শুরুতে লিখে দিতে হয়। লাইনটা হলঃ <!DOCTYPE html>.  অর্থাৎ  একটা HTML ওয়েব পেইজের কাঠামো দেখতে এরকমঃ

<!DOCTYPE html>
<html>
 <head>	
 </head>
 <body>

 </body>
</html>

এখানে <!DOCTYPE html> লাইনটার মানে হলঃ এখানে যা কিছু লেখা হচ্ছে সেটার DOCUMENT TYPE হলঃ html.

ওয়েব সাইট যত বড়ই হোক না কেন- এই বেসিক কাঠামো থাকবেই। অভিনন্দন আপনি ওয়েব সাইট বানানোর প্রাথমিক ধাপ শেষ করে ফেলেছেন! এর পরের পর্বে আমরা দেখব HTML কোডটি কোথায় লিখবেন এবং কিভাবে আপনার বানানো ওয়েব সাইট টি দেখবেন।