table tag

টেবিলে তৈরি করতে table tag ব্যবহার করা হয়। একটি টেবিলের ভেতরে থাকেঃ

  • table head অংশ যাকে thead ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়।
  • table heading অংশ যাকে th ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়।
  • table body অংশ যাকে tbody ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়।
  • table row যাকে tr ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়।
  • table এর প্রতিটি ঘরে থাকে data, এই table data বুঝাতে td ট্যাগ ব্যবহার করা হয়।

১ টি heading, ২টি row আর ৩ টি কলাম – এরকম একটি টেবিল HTML এ নিচের মত লেখা হয়।

ফলাফল

টেবিলের প্রতিটি ঘর তৈরি হয় একেকটি td ট্যাগ দিয়ে। row বরাবর দুইটি ঘর কে একসাথে করতে rowspan = “2” লিখা হয়। যেমনঃ

ফলাফল

আবার column বরাবর দুইটি ঘরকে একসাথে করতে colspan=”2″ লিখা হয়। যেমনঃ

ফলাফল

আশা করি, এখন আপনি যেকোন ধরনের টেবিল তৈরি করতে পারবেন।