pre tag

pre ট্যাগ কি (what is pre tag)

একটি লেখা দেখতে যেমন ঠিক সেভাবে দেখাতে pre ট্যাগ ব্যবহার করা হয়। preformatted  শব্দটি থেকে pre নিয়ে এই ট্যাগের নামকরন করা হয়েছে।
preformatted  শব্দের অর্থ হলঃ পূর্ব নির্ধারিত একটি বিন্যাস।

উদাহরন (pre tag example)

ফলাফল

লক্ষ্যকরুন, আমি কোডে যেভাবে line1, line2,line3 লিখেছি আউটপুটে কিন্তু সেভাবে দেখাচ্ছে না। পাশাপাশি দেখাচ্ছেঃ Line1 Line2 Line3. এখন এই লেখাটি যেভাবে আছে সেভাবে দেখাতে হলে লেখাটি কে pre ট্যাগ এর ভিতরে রাখতে হবে। অর্থাৎ কোডটি হবে নিচের মতঃ

ফলাফল

আমরা সাধারনত, php array দেখতে এই ট্যাগটি ব্যবহার করি।