শিরনাম ট্যাগ (Heading tag in HTML)

ফলাফল

কোড যখন কথা বলে তখন আলাদা করে কিছু না বলাই ভাল। h1 ট্যাগের মাঝে যেই লেখাটি আছে সেটি বেশ বড় এবং বোল্ড হয়ে দেখা যাচ্ছে। h2 ট্যাগের মাঝের লেখা 
h1 ট্যাগের লেখা থেকে তুলনামূলকভাবে একটু ছোট,  h3 ট্যাগের লেখা h2 ট্যাগের লেখা থেকে তুলনামূলকভাবে ছোট, এভাবে h6 ট্যাগের লেখা সবচেয়ে বেশি ছোট এবং h1 ট্যাগের লেখা সবচেয়ে বড়। 


heading ট্যাগ নিয়ে আর বলার কিছু নেই। SEO তে heading ট্যাগ এর একটি গুরুত্ব আছে। সে আলোচনা আমরা ধারাবাহিকভাবে আমাদের SEO কোর্সে করব। আপনি যেন খুব অল্প সময়ে HTML শেখতে পারেন সেভাবে আমাদের কোর্স টি সহজ এবং সংক্ষিপ্ত রাখা হবে। পরবর্তীতে এডভান্স টিপস এবং ট্রিকস ও থাকবে। 

ব্রাউজার সাপোর্ট

উপরে আলোচিত ট্যাগটি নিয়ে গঠিত ইলিমেন্ট এর প্রকৃতি

  • ব্লক লেভেল ইলেমেন্ট (Block Level Element)